1. info@dailyshadhinbarta.com.bd : দৈনিক স্বাধীন বার্তা : দৈনিক স্বাধীন বার্তা
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৫:১৯ অপরাহ্ন

ঝিনাইদহ কালীগঞ্জ উপ‌জেলা সেবা ক্লি‌নিক থে‌কে চু‌রি যাওয়া শিশু‌টি‌কে উদ্ধার ক‌রে‌ছে র‌্যাব

‌মোঃ আবু সু‌ফিয়ান (শা‌ন্তি) ঝিনাইদহ জেলা প্রতি‌নি‌ধিঃ‌‌
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১

ঝিনাইদহ কালীগঞ্জ সেবা ক্লিনিক থেকে চুরি হয়ে যাওয়া নবজাতক শিশু উদ্ধার করে মা‌য়ের কা‌ছে ফি‌রি‌য়ে দি‌য়ে‌ছে র‌্যাব।

গত কাল ২৬/০৪/২০২১ইং ঝিনাইদহের কালীগঞ্জ শহরের বেসরকারী সেবা ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার থেকে সিজারের তিন ঘন্টা পর এক মেয়ে নবজাতক চুরির ঘটনা ঘটে।

এরপর শিশুটির পিতা মনিরুল ইসলাম স্থানীয় থানায় একটি মামলা দায়ের করেন। এর পর র‌্যাব অভিযান পরিচালনায় আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কালীগঞ্জ শহরের নিশ্চিতপুর দাশপাড়া জাহাঙ্গীর হোসেনের বাড়ি থেকে ফুটফুটে শিশু সন্তান‌কে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে।

এ সময় র‌্যাব জাহাঙ্গীর হোসেনের স্ত্রী প্রিয়া খাতুন কে আটক করে ঝিনাইদহ কালিগঞ্জ থানায় সোপর্দ করা হ‌য়ে‌ছে

ঝিনাইদহ র‌্যাবের কমান্ডার কামাল উদ্দিন জানান গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ক্লিনিকের ২০৩ নম্বর কেবিন থেকে নবজাতকটি চুরির ঘটনা ঘটে।

সিজারের মাধ্যমে মনিরুল ইসলাম ও শাবানা দম্পতির একটি কন্যা সন্তান জন্ম নেয়। নবজাতকের স্বজনেরা জানান, বিকেল সাড়ে তিনটার দিকে তার মেয়ের একটি কন্যা সন্তান হয়।

মাগরিবের আযানের সময় হাসপাতালে বসে থাকা বোরকা পড়া এক নারী প্রিয়া খাতুন বাচ্চাটিকে চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় র‌্যাব বাদী হয়ে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আই‌নে এক‌টি মামলা দায়ের করা হ‌য়ে‌ছে।

দীর্ঘ‌দিন ধ‌রে প্রিয়া দম্প‌তির কোন সন্তান হ‌চ্ছি‌লোনা ব‌লে তারা দুজ‌নে মি‌লে বাচ্চা চু‌রির ষড়যন্ত্র ক‌রে এবং সেবা ক্লি‌নিক ও ডায়াগন‌ষ্টিক হাসপাতাল থে‌কে বাচ্চাটি‌কে চু‌রি ক‌রে।

বর্তমা‌নে শিশু চু‌রির অ‌ভি‌যো‌গে প্রিয়া খাতুন‌কে জিজ্ঞাসাবাদ চল‌ছে এবং প্রিয়া খাতু‌নের স্বামী পলাতক র‌য়ে‌ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Licence No- TRAD/DSCC/210965/2019 and applied for registration.

Community Verified icon
 

Community Verified icon