ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
উক্ত কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর মুর্যালে শ্রদ্ধা নিবেদন, কালোব্যাজ ধারন, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরন।
গতকাল রবিবার (১৫ই আগষ্ট) বিকালে পৌর মেইন বাজার চত্বরে পৌরসভার মেয়র জনাব মোঃ সহিদুজ্জামান (সেলিম) এর সভাপতিত্বে ও পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সভাপতি শরিফুন্নেচ্ছা মিকি।
এছাড়া এ অনুষ্ঠান আরো বক্তব্য রাখেন, পৌরসভার প্যানেল মেয়র শেখ সোহেল আরমান, উপজেলা আঃলীগের সহ~সভাপতি কায়দার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক কামাল হাওলাদার,বলুহর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মতিন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, পৌর ২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মাজেদ, আঃলীগ নেতা শেখ হেকিম উদ্দীন,উপজেলা যুবলীগের আহবায়ক মীর মনিরুল আলম, পৌর যুবলীগের সভাপতি মেহেদি হাসান বুলবুল, পৌর শ্রমিকলীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ছাত্রনেতা সজিব শেখ প্রমুখ।
বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাদের দেশপ্রেমের কথা উল্লেখ করে আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর আঃ মাজেদ, সুব্রত চক্রবর্তী, রকিব উদ্দীন, কুশনা ইউপি সদস্য ও উপজেলা যুবলীগ নেতা গোলাম কিবরিয়া বিপ্লব, মহিলা প্যানেল মেয়র শারমিন আক্তার সাথী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর গাজী তানজিম, রত্মা পারভিন সহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন প্রিন্ট পত্রিকার সাংবাদিক বৃন্দ, স্থানীয় সুধীজন ও পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
আলোচনা শেষে ১৫ই আগষ্টে কালো রাত্রিতে শাহাদাৎ বরণকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে দলীয় নেতা-কর্মী ও অসহায় দুস্থ মানুষের মাঝে খাবার বিতরন করা হয়।