 
																
								
                                    
									
                                 
							
							 
                    আজ ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা বলুহর বাস স্ট্যান্ড সংলঙ্গ রিপোটার্স ইউনিটি’র ১৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা হয়। উক্ত কমিটিতে নির্বাচিত হন তারা হলেন, জামান সভাপতি, বাশার সম্পাদক,রমজানকে সাংগঠনিক করে কোটচাঁদপুর রিপোর্টার্স ইউনিটি’র কমিটি গঠন। সভাপতি আনোয়ার জাহিদ (জামান), সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল্লাহ বাশার ও সাংগঠনিক সম্পাদক রমজান আলী।
কোটচাঁদপুর রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সভায় নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে কোটচাঁদপুর রিপোর্টার্স ইউনিটি’র বলুহর বাসস্ট্যান্ডে নিজ কার্যালয়ে সাধারণ সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ১৮ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে আনোয়ার জাহিদ জামান ভোরের দর্পণ সভাপতি, খোন্দকার আব্দুল্লাহ বাশার দৈনিক তথ্যানুসন্ধান সাধারণ সম্পাদক, রমজান আলী সোনার গাঁ টিভি সাংগঠনিক সম্পাদক করে দুই বছর মেয়াদের ১৮ সদস্য বিশিষ্ট কোটচাঁদপুর রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহসভাপতি সোহেল চৌধুরী-দৈনিক ভোরের সময়, সহসভাপতি মাবুদ হাসান বাপ্পী-দিন প্রতিদিন, সহ-সাধারণ সম্পাদক শাহিন-দৈনিক বাংলাদেশ প্রথম ডাক, সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন-সকলের বার্তা, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম-দৈনিক নবচিত্র, কোষাধক্ষ্য মনজুর হাসান-হেনা টিভি, দপ্তর সম্পাদক মাসূম বিল্লাহ্বি-বিসি একাত্তর, ধর্ম বিষয়ক সম্পাদক ইউসুফ আলী মিলন-বিবিসি একাত্তর।
কার্যনির্বাহী সদস্য, মোঃ নজরুল ইসলাম-দৈনিক অন্য দৃষ্টি, কার্যনির্বাহী সদস্য আরিফ হোসেন-সাপ্তাহিক দিগন্ত বানী, কার্যনির্বাহী সদস্য, আবু ফয়সাল রাজিব-দৈনিক দেশ বাংলা, কার্যনির্বাহী খালেদুর রহমান-দৈনিক আমাদের সংবাদ, কার্যনির্বাহী সদস্য মোঃ জাকির হাসান-দৈনিক শিকল, কার্যনির্বাহী সদস্য মোঃ আ্ল- আমিন-দৈনিক শিরোনাম, আব্দুল করিম-দৈনিক আমাদের সংবাদ প্রমুখ।