1. info@dailyshadhinbarta.com.bd : দৈনিক স্বাধীন বার্তা : দৈনিক স্বাধীন বার্তা
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
আরো শক্তিশালী পারফরম্যান্স নিয়ে বাজারে আসছে রিয়েলমির নাম্বার সিরিজ নান্দাইলে দিনব্যাপী কৃষক গ্রুপ রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে জাল টাকা নিয়ে লোহাগাড়া থানা পুলিশের জালে তিন জন আটক চিত্রশিল্পীর বাড়িতে অগ্নিসংযোগ: নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার বিএনপি মহাসচিবের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের বৈঠক মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দেশে ফিরবেন খালেদা জিয়া কাঁদছেন কৃষক: ধানের সঙ্গে এ কেমন শত্রুতা, কীটনাশক দিয়ে ঝলসিয়ে দিতে হলো! লোহাগাড়া উপজেলা যুবদলের প্রস্তুতি সভা অনু্ষ্ঠিত দিনাজপুর থেকে দুই বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত বাহিনী শার্শায় ধান ক্ষেতের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার

ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরের পানচাষীরা সফলতার নৈপথ্যে

মোঃ আবু সুফিয়ান শান্তি (ঝিনাইদহ) জেলা প্রতিনধিঃ
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ জুন, ২০২১

চোঁখ জড়ানো পানের বরজ ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার গ্রামে গ্রামে। সাফদারপুর, মানিকদিহি, দুতিয়ারকুটি, জালালপুর, ছয়খাদা, শ্রীরামপুর পানের বরজের সমারোহ। মানিকদিহি গ্রামের পানচাষী খোদাবকস জানান, গত কয়েকবছর সংসারে চরম অভাব আর টানাপোড়নের মধ্যে জীবনযাপন করেছি।

গত ২০১৫ সালের শেষের দিকে দুতিয়ার কুটি পানচাষী মইদুল ইসলামের সাথে সংসারের অভাবে গল্পের একপর্যায়ে তিনি আমাকে পানচাষে উৎসাহিত করেন। তিনি জানান, ১ম বছরে আমি দুতিয়ারকুটি সহ বিভিন্ন গ্রাম হতে চেয়ে চিন্তে আমি ১ বিঘা উঁচু জমিতে পানের বরজ করি।

বাশ, খুটি, পাটকাঠি, দড়ি, সুতা ইত্যাদি সংগ্রহ করে আমি হাওলাদ করে কিছু টাকা সংগ্রহ করে পানের বরজ শুরু করলাম ১ বছরের মাথায় খরচের টাকা উঠে প্রায় অতিরিক্ত ৩০/৪০ হাজার লাভের মুখ দেখলাম। পরবর্তীতে ২০১৬ সালে আর ও ২ বিঘা জমিতে পানের বরজ করলাম। আার পিছনে ফিরে তাকাতে হয়নি।

আামার সংসারে এখন কোন অভাব নেই। দুতিয়ারকুটি পানচাষীদের মধ্যে তরিকুল জানান তাঁর প্রতিবছরে খরচবাদে প্রতি বিঘা জমিতে পানে বরজ হতে ১/২ লাখ টাকা আয় হয়। তিনি জানান পানের বরজ প্রতি বিঘা জমিতে প্রথম বছর প্রায় ৫০/৬০ হাজার খরচ হয়। সেক্ষেত্রে পানে চাষে প্রতি বিঘা জমিতে আবহাওয়া অনুকুলে থাকলে ২ লাখ টাকা আয় হয়।

পানের বরজ এর সুবিধা হচ্ছে প্রথম বছরে খরচ তারপরে একটানা ওই বরজ হতে ১০/১২ বছর আয় হয়। পানচাষ করে কোটচাঁদপুর উপজেলার সহিদুল, আব্দুল খালেক, আব্দুর রউফ , হাসান, বাবু রায়, কার্তিক সহ অনেকেই আলোর মুখ দেখেছেন।

ঝিনাইদহ কোটচাঁদপুরের পান স্হানীয় চাহিদা মিটিয়ে ঢাকা সহ দেশে বিদেশে এই পান বিক্রিয় হচ্ছে। পানচাষীরা তাদের ক্ষেত হতেই পান বিক্রয় করছেন পান ব্যবসায়ীদের নিকটে।

যোগাযোগ ব্যবস্হা উন্নত হওয়াই চাষীরা এই সুবিধা পাচ্ছেন। রাইপুর গ্রামের সুবাল চন্দ্র বললেন সরকারী ভাবে কমমুল্যে কৃষি ঋনের সুব্যবস্থা করা হলে কোটচাঁদপুর উপজেলায় পানচাষে বিপ্লব হবে। কৃষি অফিস সূএ জনা যায়, উপজেলার বিভিন্ন গ্রামে প্রায় শতাধিক হেক্টর জমিতে পানের চাষাবাদ হচ্ছে। কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের পানচাষীদের নিয়মিত দেখভাল আর পরামর্শ প্রদান করায় চাষীরা সাফাল্যের মুখ দেখছ ।

জালালপুরের পানচাষী শফিকুল ইসলাম বলেন এ বছর কোটচাঁদপুরে পানের বরজ হতে পানচাষীদের পানে চাষে বাম্পার ফলন হবে। তবে কোটচাঁদপুরে গতবছরের আমফানে পানের বরজের ব্যাপক ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই পানের বরজে আকর্ষিক আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি বলেন স্বল্পমূল্যে পানিচাষীদের ঋণ দেওয়া হলে তারা আবারো ঘুরে দাঁড়াবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Licence No- TRAD/DSCC/210965/2019 and applied for registration.

Community Verified icon
 

Community Verified icon