 
																
								
                                    
									
                                 
							
							 
                    ময়মনসিংহে আজ দুপুর থেকে বিএনপির বিভাগীয় সমাবেশ চলছে। সেই জন্য জনগণের নিরাপত্তার স্বার্থে বন্ধ রাখা হয় ঢাকা – শেরপুর রোডের বাস চলাচল।
তাই শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ট্রলার দিয়েই নেতাকর্মীরা সমাবেশে আসছেন।
শেরপুর জেলা বাস কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক সুজিত কুমার ঘোষ বলেন, শুক্রবার (১৪ অক্টোবর) ময়মনসিংহে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। তবে শনিবার সেখানে উত্তেজনা বিরাজ করছে। তাই জানমালের নিরাপত্তার স্বার্থে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
এ বিষয়ে জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদ বলেন, দলের টানে জেলা বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা অটোরিকশায় করে ব্রহ্মপুত্র নদের সাতপাকিয়া ঘাটে যাচ্ছেন। শনিবার সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অন্তত এ ঘাট থেকে ১০টি ট্রলার ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে গেছেন।