ফুয়াদ হাসান, পরশুরাম (ফেনী) প্রতিনিধিঃ ভয়াবহ নদীভাঙনের কারণে চিথলিয়া ইউনিয়নের বেশ কয়েকটি স্থান প্লাবিত হয়েছে। এছাড়া অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বেশ কয়েকটি বাড়িঘরের।এছাড়া বাড়ির সামনে বেশি পানি উঠায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে বেশ কিছু বাড়িঘর ও দোকান পাট।
নদীভাঙনের কারণে চিথলিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে দুর্গাপুর, রতনপুর ও মধ্যম ধনিকুন্ডা গ্রামের মানুষদেরকে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। মধ্যম ধনিকুন্ডায় প্রায় ৩৫ টির বেশি দোকানের সামনে এখন ও পানি জমে আছে। এছাড়া দুর্গাপুরে ও মাঠ ও জমিতে এখন ও পানি জমে আছে। ভারী বর্ষণের কারণে সেসব মাঠ-ক্ষেত ও জমির পানি এখন ও শুকায় নি।
বর্তমানে চিথলিয়া ইউনিয়নের সকল মানুষ চায় টেকসই বাঁধ সংস্কার। কোন প্রকার ত্রাণ সহায়তা এখন মানুষ চায় না। সকলেই প্রশাসনের কাছে দাবি করছে টেকসই বাঁধ সংস্কার। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রাম গুলো পরিদর্শন করেছেন পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছমিন আক্তার।
এছাড়া পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার ও চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন ও সেসব গ্রাম পরিদর্শন করেছেন।
গত বছরের মতো এই বছর ও চরম ক্ষয়ক্ষতি হয়েছে চিথলিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম আজাদের বাড়ি। তার বাড়ির সামনে এই বছর ও বেশ পানি জমেছে। তার বাড়ি পরিদর্শন করেছেন পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার ও চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন। সকলেই আবুল কালাম আজাদকে সান্ত্বনা দিয়েছেন।
বর্তমানে পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়ন কয়েকদিন পরপর বৃষ্টি হচ্ছে। এছাড়া ভারী বর্ষণের ফলে এখন ও শুকায় নি মাঠ-ঘাট ও বেশ কয়েকটি জমি। তাই সেসব নিয়ে দুশ্চিন্তায় আছে মানুষজন।