 
																
								
                                    
									
                                 
							
							 
                    নরসিংদীতে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নরসিংদী থানা পুলিশ।
সোমবার (১৭ অক্টোবর) ভেলানগর সাকিনস্থ ঢাকা বাস স্ট্যান্ডস্থ যাতায়াত প্রাঃ লিঃ বাস কাউন্টারের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালায় নরসিংদী থানা পুলিশ ।
নরসিংদী মডেল থানার ইনচার্জ আবুল কাশেম ভূইয়ার নির্দেশনায় নরসিংদী মডেল থানার এস আই ইকবাল ইউসুফ তামিল, মাদকদ্রব্য উদ্ধারের অভিযান চালান, এসময় মাদক ব্যাবসায়ী রেজন মিয়াকে ২১ বোতল ফেন্সিডিল সহ আটক করে থানা পুলিশ ।
গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী নরসিংদী জেলার রায়পুর থানার নিলক্ষ্যা গ্রামের আব্দুল করিমের ছেলে রেজন মিয়া(৪২)।
পরবর্তীতে গ্রেফকৃত আসামীকে বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় ,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে
আসামীকে পুলিশ প্রহরায় আদালতে প্রেরণ করা হয়।