 
																
								
                                    
									
                                 
							
							 
                    নাটোরে অনুষ্ঠিত হলো জেলা জাসদের যুব পরিষদের কাউন্সিল অধিবেশন। উক্ত কাউন্সিল অধিবেশনে নাটোর জেলা জাসদের সকল নেত্রীবৃন্দ উপস্থিত হন এবং যুব পরিষদের নতুন কমিটি গঠনের খসরা প্রস্তাবিত করেন।
বড়াইগ্রাম উপজেলা জাসদের সভাপতি মোঃ পারুল হোসেনের উপস্থিতিতে বনপাড়া জাসদ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত ত্রি বার্ষিক কাউন্সিল অধিবেশনে নতুন যে কমিটি গঠন করা হয় তার আংশিক কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে বর্তমান সভাপতি, মোশাররফ হোসেন (মোসা) সভাপতির পদে রেখে বাকি পদ গুলোতে নতুন করে পদবী দেওয়া হয়। সহ সভাপতি শামসুল আরেফিন, ডাঃ সুমন সহ সভাপতি পদে, সাধারণ সম্পাদক, মিঠুন নন্দিনী, যুগ্ম সাধারণ সম্পাদক লালপুর সাবেক চেয়ারম্যান প্রভাষক শরিফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক সুমন গাজী এবং অর্থ সম্পাদক হিসেবে নতুন দায়ীত্ব পান মোঃ আসাদুল ইসলাম, বড়াইগ্রাম ও দপ্তর সম্পাদক সাকিল হকের নাম ঘোষণা করা হয় এবং পরিশেষে সাংগঠনিক সদস্য পদ গুলো পরবর্তীতে জানানো হবে বলে জানান বক্তারা।