 
																
								
                                    
									
                                 
							
							 
                    করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সারা দেশে চলছে কঠোর লকডাউন। আর লকডাউনের তৃতীয় ডেউয়ের পঞ্চম দিনে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা সড়কে হাটে বাজারে বিভিন্ন ধরনের যান বাহন ও মানুষের চলাচল ও দোকান পাটে আড্ডাসহ গত কয়েক দিনের তুলনায় অনেক বেড়েছে।
মাঠে প্রশাসন ও আইন শৃংঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা চোখে পড়ার মতো দেখা যায়নি।
এর ফলে অলিতে গলিতে চায়ের দোকানে বেশির ভাগ সড়কে মানুষের ভিড় অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে।
আজ মঙ্গলবার ও গতকাল সোমবার উপজেলার বসুরহাটসহ প্রত্যেক ইউনিয়নের হাট বাজারে পাড়া মহল্লায় বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এই চিত্র।
লকডাউনে দূর পাল্লার গাড়ী বন্ধ থাকলেও সড়ক গুলোতে সিএনজি ব্যক্তিগত গাড়ি-মাইক্রোবাস সহ বিভিন্ন যানবাহন সড়কগুলো দাপিয়ে বেড়াচ্ছে। সঙ্গে অবাধে চলছে রিকশা ও মোটর সাইকেল।
মাঠ প্রশাসনের তৎপরতা দেখা গেছে ঢিলে ঢালাভাবে। গুরুত্বপূর্ণ স্থান গুলোতে ও মোড়ে মোড়ে আগের মতো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে দেখা যায় না।
মাঝে মধ্যে ইচ্ছে হলে টহল দিয়ে নিজেদের মত করে চলে যায়।আবার বসুরহাট মুজিব চত্বরে স্কাউট মার্কেট, থানার সামনে মাওলা শপিং সেন্টার, কোরবান আলীর হোটেল, হিরা সুইটস্ হার্ডওয়্যার দোকানসহ বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান রাতের ৮টার পরও অদৃশ্য কারনে তারা আগের নিয়মে খোলা রেখে কোন নিয়ম কানুনের তোয়াক্কা না করে দাপটের সাথে ব্যবসা করে যাচ্ছে।
কোম্পানীগঞ্জে যেভাবে চলছে দেখে মনে হয়না দেশে কোন লকডাউন আছে। যেমনি চায়ের দোকানেও অলিগলিতে আড্ডা বেড়ছে তেমনি পুলিশের তৎপরতাও কমেছে।
বেসরকারি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন রাসেল মাহামুদ তিনি বলেন, সাধারণ মানুষ ঘরে থাকতে চাচ্ছে না। সবাই জরুরী প্রয়োজন দেখিয়ে বাইরে আসছেন।
কিন্তু আসলে কয়জন মানুষের জরুরী কাজ আছে সেটাই দেখার বিষয়। প্রশাসন যদি মানুষের অপ্রয়োজনে অবাধ চলাচল বন্ধ করতে না পারে তাহলে এ ধরনের লকডাউন দিয়েও কোন ফল আসবে না।
এ ব্যাপারে দায়িত্ব প্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি সুপ্রভাত চাকমা’র সাথে আলাপ করা হলে তিনি বলেন, মাঠে দুটি মোবাইল টিম কাজ করছে আজ মোবাইল টিম ৮টি মামলায় ২৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
মানুষে সচেতন হতে হবে একা প্রশাসনের দ্ধারা সম্ভব নয়। কোথাও দোকান পাট খোলা থাকলে এবং মানুষজন এমন ভিড় করলে আমাকে জানাবেন।