ফুয়াদ হাসান, পরশুরাম ফেনী প্রতিনিধিঃ পরশুরামের কবি সামসুন্নাহার মাহমুদ বালিকা উচ্চ বিদ্যালয়, গুথুমা খান বাহাদুর আবদুল আজিজ উচ্চ বিদ্যালয়ের ও চিথলিয়া নাসির উদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও পরশুরাম নজরুল একাডেমির সদস্য সুমিত চক্রবর্তীর বাবা বাবু ভূপেশ চক্রবর্তী পরলোকগমন করেছেন।
ভূপেশ চক্রবর্তী শনিবার(১ আগষ্ট) রাত ৮ টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন।পরিবারসূত্র জানায়, তিনি গত কয়েকদিন ধরে হৃদক্রিয়া সমস্যার কারণে ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে ও নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন। তাঁর ছোট ছেলে সুমিত চক্রবর্তী জানান, করোনা পরিস্থিতিতে সকলের স্বাস্থ্য নিরাপত্তার কথা চিন্তা করে সীমিত পরিসরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।