ফুয়াদ হাসান,পরশুরাম (ফেণী) প্রতিনিধিঃ ফেণীতে কিছুদিন আগে নির্মমভাবে খুন চীনে বিএসসি ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনারত এক যুবক।তার বন্ধু শাহরিয়ারকে খুন করতে দেখে ফেলায় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
হত্যা করার পর তাকে তাসপিয়া ভবনের ম্যানহোলে ফেলে রাখা হয়েছে। তাসপিয়া ভবনের কেয়ারটেকার শাহিন ও এই খুনের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে বলে জানা যায়।
ইউনুস বাবু ফেণী কম্পিউটার ইন্জিনিয়ারিং ইন্সটিটিউটের পড়াশোনা শেষ করে চীনে গিয়েছিল বিএসসি ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনা করতে।করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠাণ বন্ধ হওয়ায় সে দেশে চলে এসেছে।
ইউনুস বাবু খুন হওয়ায় বাবুর মায়ের আহাজারি কোনভাবে থামছেনা। যখনই বাবুর কথা মনে পড়ছে তখনই চোখ দিয়ে অনবরত পানি পড়ছে।বাবুর মা বাবুর খুনি রাকিব ও তাসপিয়া ভবনের কেয়ারটেকার শাহিনের বিরুদ্ধে ফেণী মডেল থানায় মামলা দায়ের করেছেন।
খুনি রাকিব এখন ও পলাতক ও তাকে গ্রেফতার করার জন্য পুলিশের অভিযান চলছে।রাকিব কদলগাজী রোডে বসবাস করে বলে জানা যায়।