ফুয়াদ হাসান, পরশুরাম (ফেনী) প্রতিনিধিঃ আজ ফেনীতে আয়োজন করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবস উপলক্ষে মিলাদ মাহফিল। উক্ত মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেছেন ফেনী জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি এডভোকেট হাফেজ আহমেদ। তারই সভাপতিত্বে আজকের মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে।
আজ জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার জনাব আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। আজ তিনি উক্ত মিলাদ মাহফিলে সবচেয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেছেন৷
আজ জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট হাফেজ আহমেদ। এছাড়া আরও উপস্থিত ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আবদুর রহমান বিকম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার প্যানেল মেয়র ও ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজি। এছাড়া ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু শুষেন চন্দ্রশীল ও অনন্য স্থানীয় নেতৃবৃন্দ।
প্রশাসনের কঠোর নিরাপত্তায় আজ জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে। গতকাল বিকেলে মাষ্টার পাড়ায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। ফেনীর সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীর বাসভবনের সামনে ভাংচুর চলেছিল কিছুক্ষণ।
পুলিশ ও অনন্য আইনশৃঙ্খলা বাহিনী উক্ত ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। তাই আজ মাষ্টার পাড়ায় কোন প্রকার ঝামেলা না হওয়ার জন্য পুলিশ বাহিনীরা কঠোর অবস্থান নিয়েছেন।
আজ মিলাদ মাহফিল আয়োজনের পূর্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট হাফেজ আহমেদ সহ অনন্য স্থানীয় নেতৃবৃন্দ।