জানুয়ারি মাসের ২০ তারিখ থেকে নতুন ভোটার হালনাগাদ শুরু হচ্ছে বলে জানিয়েছেন পরশুরাম উপজেলা নির্বাচন অফিসার তানজিনা ইয়াছমিন। মূলত যাদের জন্ম ০১/০১/২০০৮ সালের পূর্বে তারাই এখন নতুন করে ভোটার হতে পারবেন বলে জানা যায়। পরশুরাম উপজেলা নির্বাচন অফিসার তানজিনা ইয়াছমিন আরো জানান, “২০২৬ সালের সম্ভাব্য সংসদ নির্বাচনকে সামনে রেখে ই বর্তমানে নতুন ভোটার হালনাগাদ কার্যক্রম চালু হচ্ছে।”
বর্তমানে নতুন ভোটার হতে হলে যেসব কাগজপত্র প্রয়োজন তার মধ্যে উল্লেখযোগ্য হল অনলাইন জন্ম নিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সনদ, চেয়ারম্যান/কমিশনার কর্তৃক নাগরিকত্ব সনদ, চেয়ারম্যান/কমিশনার কর্তৃক নতুন ভোটার হওয়ার প্রত্যয়ন পত্র, চেয়ারম্যান/কমিশনার কর্তৃক ওয়ারিশ/ পারিবারিক সনদ, পিতা মাতার জাতীয় পরিচয় পত্র (এক্ষেত্রে পিতা মাতার মৃত্যু হলে মৃত্যু সনদ আবশ্যক)। এখানে উল্লেখযোগ্য কাগজপত্রগুলো ভোটার হালনাগাদ এর জন্য আবশ্যক বলে মন্তব্য করেছেন উপজেলা নির্বাচন অফিসার তানজিনা ইয়াসমিন।
এছাড়া আরো যে সকল কাগজপত্র রয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো বিবাহিত দের জন্য স্বামী স্ত্রীর জাতীয় পরিচয় পত্র ও কাবিননামা,ভাই/বোন/চাচা/ফুফু যেকোনো তিনজনের জাতীয় পরিচয়পত্র মোবাইল নম্বর, ইউটিলিটি বিল এর কপি, খাজনা/পৌরকর রশিদ, জমির খতিয়ান, ভূমিহীন হলে চেয়ারম্যান/কমিশনার কর্তৃক ভূমিহীন সনদ আবশ্যক।