ফুয়াদ হাসান, পরশুরাম উপজেলা প্রতিনিধিঃ মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ এর কারণে ফেনী জেলার সকল মানুষ এখন হতবিহ্বল। ফেনী জেলায় কয়েকদিন পরপর ঘন ঘন শনাক্ত হচ্ছে করোনা রোগী। করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা দ্রূতগতিতে বাড়ছে ফেনী জেলায়।
ফেনী জেলায় এখন পর্যন্ত মোট ১০২৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। মাত্র ৩ মাসের ব্যবধানে ১ হাজার এর বেশি সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া এখন পর্যন্ত মোট ২১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছে। বর্তমানে করোনা পরিস্থিতি নিয়ে ফেনী জেলার মানুষ বেশ দুশ্চিন্তা করছে।
ফেনী জেলার ৬ টি উপজেলার মধ্যে ফেনী সদর উপজেলায় সবচেয়ে বেশি সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। অনন্য উপজেলার তুলনায় এই উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেশি। এছাড়া ছাগলনাইয়া, সোনাগাজী ও দাগনভূইয়ায় ও করোনায় আক্রান্তের সংখ্যা ঘন ঘন বাড়ছে।
ফেনী জেলার ৬ টি উপজেলার মধ্যে ফেনী সদরে ৪০০ জন,ফুলগাজীতে ৭০ জন, পরশুরামে ৪০ জন,ছাগলনাইয়ায় ২০০ জন,দাগনভূইয়ায় ১৮০ জন ও সোনাগাজীতে ১৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। ৬ টি উপজেলা মিলিয়ে এখন পর্যন্ত মোট ১০২৭ জন করোনায় আক্রান্ত হয়েছে।