ফুয়াদ হাসান, পরশুরাম (ফেনী) প্রতিনিধিঃ ফেনী জেলায় করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে প্রতিটি মানুষ এ নিয়ে অনেক আতঙ্কে আছে। দেশে করোনা পরিস্থিতি যখন শুরু হয় তার বেশ কয়েকদিন পর ফেনী জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে।ফেনী জেলায় সর্বপ্রথম ছাগলনাইয়া উপজেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে।এরপর থেকে করোনায় আক্রান্তের সংখ্যা ফেনী জেলায় বৃদ্ধি পাচ্ছে দিনের পর দিন।
ফেনী জেলায় দীর্ঘ ৪ মাস ধরে চলছে করোনা পরিস্থিতি। এই ৪ মাসে করোনায় ১৫০০ এর বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছে।ফেনী জেলার জন্য এমনটা খুব ভয়ানক পরিস্থিতি।করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা এই ৩ মাসে ঘন ঘন বৃদ্ধি পেয়েছে ফেনী জেলায়।
ফেনী জেলায় করোনায় মোট আক্রান্ত হয়েছে ১৬১৪ জন। নতুন করে সুস্থ হয়েছে ২৬ জন।করোনায় সর্বমোট মারা গিয়েছেন ৩৫ জন।
এতকিছুর পরও ফেনী জেলায় এখন পর্যন্ত ১৩১০ জন করোনা থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছে।এই ১৩১০ জন ঘরে বসে যথাযথ চিকিৎসা নেয়ার কারণে করোনা থেকে মুক্তি পেতে সক্ষম হয়েছেন। এই ১৩১০ জন চিকিৎসা নেয়ার জন্য হাসপাতালে যাওয়ার কোন প্রয়োজন হয় নি।তারা ঘরে বসে ভিটামিন সি সমৃদ্ধ খাবার ও গরম পানির ভাব নিয়েছেন।
আজ ও ফেনী জেলায় ১২ জন করোনায় আক্রান্ত হয়েছে।আজ বিশেষ করে ফেনী সদর উপজেলায় ও দাগনভূইয়ায় বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।আজ ফেনী সদর উপজেলা ও দাগনভূইয়ায় ৪ জন করোনায় আক্রান্ত হয়েছে।
এই ২ উপজেলায় ৪ জন করে মোট ৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া পরশুরাম উপজেলায় ১ জন ও ছাগলনাইয়া উপজেলায় ৩ জন করোনায় আক্রান্ত হয়েছে।ফুলগাজী ও সোনাগাজীতে আজ করোনা রোগী শনাক্ত হয়নি। আজ নতুন করে ২৬ জন সুস্থ হয়েছ৷এছাড়া এখন পর্যন্ত ১৩১০ জন করোনায় আক্রান্ত হয়েছে।এত বেশি মানুষ সুস্থ হলে ও করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চিন্তিত সকল মানুষ।