 
																
								
                                    
									
                                 
							
							 
                    আজ (২৫ জুন শুক্রবার) সকাল ১১ ঘটিকার সময়, কালীগঞ্জ উপজেলা ৮ নং মালিয়াট ইউনিয়ন আওয়ামী সভাপতি, আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মী ও মুক্তিযুদ্ধা বুদ্ধিজীবী, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগ , তরুণ প্রজন্ম লীগ, সাথে নিয়ে ১ হাজার মাক্স বিতরণ করলেন।
ও সামনে ইউপি নির্বাচন সেই নির্বাচনে ৮ নং মালিয়াট ইউনিয়ন পরিষদের ( সম্ভাব্য) চেয়ারম্যান পদপ্রার্থী, জাহাঙ্গীর হোসেন মনু বিশ্বাস।
আজ ৪ ঘটিকা সময়, তত্তিপুর বাজার মুদিখানার দোকান, ভ্যান চালক, লাটাযাত্রী, ওষুধের দোকান, হোটেলের গার্মেন্টস এর দোকানে, বিভিন্ন জায়গাই পথচারীদের মাঝে মাক্স বিতরণ করেন।
এ সময়  উপস্থিত  ছিলেন, ৮নং মালিয়াট  ইউনিয়ন  পরিষদের মেম্বার  সদস্য মোঃ ইশারত  আলী, উপস্থিত  ছিলেন ৮ নং মালিয়াট ইউনিয়ন (বীর মুক্তিযোদ্ধা) মোঃ ওহাব  হোসেন সহ
উপস্থিত ছিলেন অনন্য আওয়ামী লীগের বিভিন্নস্তরের  নেতা কর্মীরা।
জাহাঙ্গীর হোসেন মনু বিশ্বাস বলেন, আপনারা সবাই সরকারের ৭ দিনের লকডাউন স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আপনারা ৩ ফুট দূরত্ব বজায় রেখে চলাফেরা করবেন।
জনগনের মাঝে আরও বিভিন্ন পরামর্শ দেন জাহাঙ্গীর হোসেন মনু বিশ্বাস। সবাই মুখে মাক্স ব্যবহার করবেন। যেখানে সেখানে থুথু ফেলবেন না, ময়লা কাপড় পরবেন না।
আপনার গায়ে জ্বর, সর্দি কাশি, মাথায় জ্বালা, বমি লক্ষণ হলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা ওষুধ খাবেন। কেউ ভয় পাবেন না আতঙ্ক হবেন না।
এইসব দেখা দিলে আপনি সব সময় ঘরের ভিতরে থাকবেন। আপনি ভালো থাকবেন। আপনার পরিবারকে ভালো থাকতে দিবেন এবং প্রতিবেশীকে ভালো থাকতে দেবেন, একটু সতর্ক হয়ে থাকবেন।