মোঃ মাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে নতুন করে আরো ৫ জন করোনায় আক্রান্ত হয়েছে, যাদের মধ্যে ৪ জনই রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর চিকিৎসাকর্মী ।
আক্রন্তরা হলেন রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর ১) ইপিআই টেকনিশিয়ান কমলেশ সাহা (৪৫) , ২) ব্রাদার ইলিয়াস কবির (৫০) , ৩) ওয়ার্ল্ড বয় ইয়ামিন শেখ (৩০), ৪) কম্পিউটার অপারেটর আবু হাসান শাহিন (৩৮) , এবং অন্য জন উপজেলা নির্বাহী অফিসারের! অফিস সহকারী মো:পলাশ (৪০)।
এ নিয়ে রামপালে সর্বমোট ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩ জন।২৫ ই জুন বৃহস্পতিবার রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর কর্মকর্তা সুকান্ত কুমার পাল এ তথ্য নিশ্চিত করে।
তিনি আরো বলেন আক্রান্তদের করোনার উপসর্গ দেখা দিলে গত ২৩ই জুন খুলনা মেডিকেলে তাদের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। ২৫ই জুন দুপুরে তাদের করোনা পজেটিভের রিপোর্ট আসে।
আক্রান্তরা শারীরিক ভাবে অনেকটা সুস্থ থাকায় তাদের হোম আইসোলেশনে রাখা হয়েছে। এবং তাদের সংস্পর্শে যারা এসেছেন তাদের ও নমুনা সংগ্রহ করা হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল বলেন, করোনার এই পরিস্থিতে এখন রামপাল বাসির আরও সচেতন হতে হবে ৷ অযথা ঘর থেকে বের হওয়া থেকে বিরত থাকার জন্যে তিনি অনুরোধ জানান ৷
তিনি আরও বলেন, প্রশাসন কখনও জবরদস্তির মাধ্যমে নিয়ম মানাতে পারবে না ৷ তিনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলতে এবং মাস্ক ব্যাবহার করতে অনুরোধ জানান ৷