মোঃ মাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বাগেরহাটের শরণখোলায় আরো চারজন করোনা রোগী সনাক্ত হয়েছে। এনিয়ে শরণখোলায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরিদা ইয়াসমিন জানান, ৪জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হলে সেখান থেকে শুক্রবার রাতে চারজনের করোনা রিপোর্ট পজেটিভ আসে।
আক্রান্তরা হচ্ছেন, উপজেলার উত্তর খোন্তাকাটা গ্রামের আঃ রশিদ কাজির ছেলে রফিকুল ইসলাম (৪৫), রাজাপুর গ্রামের শাহজাহান হাওলাদারের ছেলে হাফিজ হাওলাদার (২২), তার মেয়ে হনুফা বেগম (৫৬) ও সুমন তালুকদারের ছেলে ইমন তালুকদার (৬)।
এদের মধ্যে রফিকুল ইসলামকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়েছে। বাকী তিনজনকে রায়েন্দা সরকারী পাইলট হাইস্কুলের অস্থায়ী করোনা ইউনিটে রাখা হয়েছে।