মোঃমাসুদ পারভেজ বাগেরহাট জেলা প্রতিনিধিঃ-বাগেরহাটের কচুয়া উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে উপজেলার ধোপখালী ইউনিয়নে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
মারা যাওয়া ওই নারীর বয়স ৪৮ বছর।তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস,উচ্চ রক্তচাপ,হাঁপানী ও হাইপোথাইরয়েডিজম রোগে ভুগছিলেন।কচুয়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আর এম ও) মনিশংকর পাইক বলেন,ওই নারী এক সপ্তাহ আগে ঢাকা থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে আসেন।
তার জ্বর ও গলাব্যাথা ছিল।স্বাস্হ্য বিভাগ করোনা পরীক্ষার জন্য ওই নারী সহ পরিবারের চার জন ও আশেপাশের আরও দুজনের নমুনা সংগ্রহ করেছে।