মোঃ মাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বাগেরহাট জেলার মোল্লাহাট থানাধীন শাসন গ্রামস্থ মোঃ মিন্টু সিকদার (৪১) নামক এক মাদক ব্যাবসায়ীকে ৭০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করেছে র্যাব৬।
র্যাব–৬,(স্পেশালকোম্পানী) খুলনার একটি অভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, বাগেরহাট জেলার মোল্লাহাট থানাধীন শাসন গ্রামস্থ মোঃ মিন্টু সিকদারের বসত বাড়িতে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়–বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
এরুপ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযানিক দলটি মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মোঃ মিন্টু সিকদারকে ৭০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।
আটককৃত মোঃমিন্টু সিকদার, পিতা–মৃত–ইউনুছ সিকদার, মাতা–মোছা রহিমা বেগম, সাং–শাসন, ০৩নং ওয়ার্ড, থানা–মোল্লাহাট, জেলা–বাগেরহাট।
গ্রেফতারকৃত আসামীকে মোল্লাহাট থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন