এনারুল ইসলাম (রবি) বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘার আলাইপুর সীমান্ত এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবি’র উপর মাদককারবারীদের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাদককারবারীর পিতাকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার আলাইপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বিজিবি’র মীরগঞ্জ ক্যাম্পের নায়েব সুবেদার নূর আমিনের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মীরগঞ্জ-আলাইপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় পদ্মা নদীর বাঁধ ঘেরা আলাইপুর মধ্যপাড়া গ্রামের আকরাম আলীর ছেলে শীর্ষ মাদককারবারী হিসেবে পরিচিত ঝন্টুর বাড়িতে মাদক আছে বলে বাড়ি তল্লাশি করতে চায় বিজিবি।
এসময় ঝন্টু ও অন্যান্য মাদক ব্যবসায়ীরা বাড়ির ভেতর থেকে এসে কোনরকম অভিযোগ ও তল্লাশির আদেশ ছাড়া বাড়ী তল্লাশির বিষয়ে জানতে চাইলে বিজিবির সদস্যরা ঝন্টুর ওপর চড়াও হয়। এসময় বিজিবির কাছ থেকে ওয়ারলেস সেট ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় মাদক ব্যবসায়ীরা।
খবর পেয়ে মীরগঞ্জ ও আলাইপুর বিজিবির ক্যাম্পের অন্যান্য সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে ঝন্টুসহ অন্যান্য মাদকব্যবসায়ীরা বিজিবি’র উপস্থিতি টের পেতে ওয়ারলেস সেট ও মোবাইল ফোন রেখে পালিয়ে যায়।
বিজিবি সদস্যরা সেখান থেকে ঝন্টুর পিতা আকরাম আলীকে আটক করে মীরগঞ্জ বিজিবি ক্যাম্পে নিয়ে আসে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান, ঝন্টু ও তার সঙ্গী মাদক ব্যবসায়ীরা এর আগেও বাড়ি তল্লাশি করাকে কেন্দ্র করে বিজিবির সঙ্গে ঝামেলায় জড়িয়েছিল তবে তারা বাড়ী তল্লাশি করে সেদিন কোন বেআইনি মাল পাইনি।
বিষয়টি নিশ্চিত করে সুবেদার রফিক আলম বলেন, সোর্সের মাধ্যমে তথ্য পেয়ে বিজিবির সদস্যরা তার বাড়ি তল্লাশি করতে গেলে তারা অতর্কিতভাবে বিজিবি সদস্যদের উপর হামলা চালানোর চেষ্টা করে।
পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ বলেন, ঝন্টুর বাড়িতে ফেনসিডিল থাকার সংবাদ পেয়ে বিজিবি দুপুরে অভিযানে যায়।
এ সময় ঝন্টু সরকারি কাজে বাধা দিয়ে বিজিবির উপর হামলা করেছে। সে কাজটি ঠিক করেনি।পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গিয়ে অনাকাঙ্খিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ছেলের অপরাধে বাবাকে শাস্তি না দেয়ার জন্য অনুরোধ করি বিজিবির কাছে। পরে তারা চেয়ারম্যানের মুচলেকা নিয়ে তার পিতাকে ছেড়ে দেয়।