ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি কখনো প্রতিহিংসা ও ধ্বংসের রাজনীতিতে বিশ্বাস করেনা। বিএনপি সবসময় দেশের মানুষের উন্নয়নের কথা ভেবেই কাজ করে চলেছে। দীর্ঘ ১৬ বছরে ফ্যাসিবাদি স্বৈরশাসক বাংলাদেশটাকে লুটপাট করে শেষ করে দিয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা এ দেশের জনসাধারণের পকেট কেটেছে আর নিজের দেশ রেখে বেগম পাড়ায় বাড়িঘর তৈরি করেছে।
তিনি আরো বলেন, সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এই স্বৈরাচার সরকারের কথা অনেক আগেই বলেছিলেন যে, এরা দেশ ছেড়ে পালাবে, এই দেশটাকে ধ্বংস করে, দেশের মানুষের কষ্টার্জিত অর্থ লুটপাট করে অবশেষে শেখ হাসিনা সহ তার দলবল এ দেশ ছেড়ে পালাবে। প্রিয় দেশবাসি দেশনেত্রীর কথা আসলেইতো সত্য হলো স্বৈরাচার পালিয়ে গেলো।
সাবেক এই সংসদ সদস্য আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে মাদক ও চাদাবাজদের বিরুদ্ধে আজকেরে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। দলের থেকে কড়াকড়ি নির্দেশনা রয়েছে দলের কেউ যদি কোনো অপকর্মের সাথে জড়িয়ে পরে সাথে সাথে তাকে দল থেকে বহিস্কার করতে হবে। কোনো দূর্নীতিবাজ ও চাদাবাজ বিএনপির সাথে জড়িত থাকতে পারবে না।

আজ দুপুর দুইটার দিকে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের ঢালে এক বিশাল সমাবেশের আয়োজন করে ঢাকা-৪ এর সর্বস্তরের নেতাকর্মীরা। এতে অংশ নেয় কয়েক লক্ষ জনসাধারণ ও বিএনপির অংগসংগঠনের নেতৃবৃন্দরা। অবশেষে এই সমাবেশটি যাত্রাবাড়ি, মিরহাজীরবাগ হয়ে শ্যামপুরে এসে শেষ হয়।