ভূমিদস্যু কর্তৃক আদিবাসীদের উপর হামলা, জমিদখল, বাড়ী ভাংচুর, উচ্ছেদ চেষ্টা এবং হত্যা করে লাশগুমের হুমকির প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ন্যায় বিচার ও নিরাপত্তা চেয়ে আদিবাসী নারী-পুরুষরা গতকাল বুধবার বিরামপুর ঢাকা মোড়ে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, আদিবাসী সমিতির উপদেষ্টা আরিফ খান ইউসুফ জাই, সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশ্বনাথ শিং, জাতীয় আদিবাসি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিন্দ্রনাথ সরেন, বাসদ জেলা সমন্বয়কারী কিবরিয়া হোসেন, আদিবাসী নেতা রবিন সরেন প্রমূখ।
স্মারকলিপিতে বলা হয়, বিরামপুর উপজেলার পলিগ্রায়গপুর ইউনিয়নের ১৫২ খতিয়ানভূক্ত ১৩৫৩ দাগের ৭৫ শতক জমি ১০৪০০ নং দলিল মূলে ১৯৭৫ সালে মুল মালিকগণের কাছ থেকে ক্রয় করে ঘরবাড়ি নির্মান করে ভোগদখল ও চাষাবাদ করে আসছে শ্যামল পাহান, মিঠুপাহান, সুবাশ পাহান।
ওই জমি থেকে আদিবাসীদের উচ্ছেদের জন্যে লোকমান, মিঠু মিয়া, মিলন মিয়া, হুইল, হায়দার আলী, দিলদার আলী, ইসমাইল, ফিরোজ আলী, ফারুক, ফরহাদ, রফিসহ প্রায় ৫০জন ভূমি দস্যু লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে আদিবাসীদের বাড়ী ঘরের উপর হামলা চালিয়ে জমি দখলের চেষ্টা করে।
এ সময় ঘটনাস্থলে মিঠু মিয়া, রাজাপাহান, জয়মনি, বিমল, বিকাশকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করে বাড়ীঘর ভাংচুর করে সম্পত্তি দখল করার চেষ্টা করে। এতে বাধা দেয়ায় লাঠিয়াল বাহিনীরা জীবন নাশের হুমকি দেয়। পৌরশহরের চাঁদপুর এলাকায় পৈত্রিক সুত্রে প্রাপ্ত জমির মালিক পাউলুস হাঁসদা দখলদারদের বিরুদ্ধে দিনাজপুর সহকারী জজ আদালতে মামলা করে একতরফা ডিক্রি লাভ করেন।
চাঁদপুর মৌজার খতিয়ান নং সিএ-৬১ এস,এস ৬৩ দাগ নং-১৫৫,১৫৬ জমির পরিমান মোট ৫০ শতক। ভূমি দস্যু নুরুজ্জামান সরকার ও জাহানারা গংরা পাউলুস হাঁসদাকে বাড়ী উচ্ছেদের হুমকি দিয়ে আসছে। বিরামপুর খতিয়ান নং ১৪৪ দাগ নং ১১৭৩,১১৫২,১৩৮২, পরিমান ২ একর ৮০ জমি রেকর্ডীয় পৈত্রিক ওয়ারিশসুত্রে শ্রী মতি ভেরানিকা সরেন, সুখি সরেন, ইলিয়াস সরেন, ওমন সরেন, পরিমল সরেন, ললদি সরেন এঁরা সকলেই জমির উপর গাছপালা ও শস্যাদি চাষাবাদ করে আসছেন।
ভূমি দস্যু ইউসুফ আলী গং বসতভিটা থেকে উচ্ছেদ ও প্রাণ নাশের হুমকি দিয়া আসছে। ইউসুফ আলী ওই ব্যক্তিগণের বিরুদ্ধে যুগ্ম জজকোর্টে ২০০৭ আদালতে মামলা দায়ের করে পরাজিত হন। বিরামপুর পৌরবাসীর আস্থার প্রতীক মেয়র অধ্যক্ষ আক্কাস আলী।