আব্দুল্লাহ আল মামুন রনিঃ বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে আরও ১৫ জন নতুন করে করোনাভাইরাস সনাক্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট সনাক্ত সংখ্যা দাঁড়ালো ১২৪ জনে। যার মধ্যে সুস্থ হয়েছেন ৩০ জন, মারা গেছেন ২ জন। আক্রান্তদের মধ্যে ৫ জনকে অন্যত্র রেফার করা হয়েছে।
বাকিরা নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। নতুন করে আক্রান্তরা হলেন বোয়ালমারী পৌরসভার ছোলনায় ১০ জন, দক্ষিণ কামারগ্রামের ২ নং ওয়ার্ডে ১ জন, চতুল ইউনিয়নে ৩ জন(পোয়াইল,নিচু বাইখীর,হাসামদিয়া) ও শেখর ইউনিয়নের বামনগাতিতে ১ জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান জানান, শনিবার সন্ধ্যায় নতুন করে আক্রান্তদের যে তালিকা পেয়েছি তাতে বোয়ালমারী উপজেলার ১৫ জন নতুন করে শনাক্ত হয়েছেন।১১ ও ১২ তারিখের নমুনার রিপোর্ট এটা।তবে ১২তারিখের আংশিক রিপোর্ট।
বাকী আগামীকাল পাওয়া যাবে।সনাক্তদের বাড়ি আগামীকাল সকালে লকডাউন করা হবে।