আল মামুন রনি, বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে এক কাউন্সিলর ও ৮ পুলিশসহ আরও ১৭ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০২ জনে।
যার মধ্যে বোয়ালমারী পৌরসভাতেই ৮৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫১ জন, মারা গেছেন ২ জন।
আক্রান্তদের মধ্যে ১০ জনকে অন্যত্র রেফার করা হয়েছে।
বাকিরা নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
নতুন করে আক্রান্তরা হলেন বোয়ালমারী পৌরসভার এক ওয়ার্ড কাউন্সিলর, বোয়ালমারী থানার ৮ পুলিশ সদস্য ও তাদের পরিবারের ২ জন, চতুল, রূপাপাত, দাদপুর, গুনবহা, পরমেশ্বরদী ইউনিয়ন ও বোয়ালমারী পৌর বাজার এলাকার ১ জন করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.খালেদুর রহমান জানান, সোমবার সন্ধ্যায় নতুন করে আক্রান্তদের যে তালিকা পেয়েছি তাতে বোয়ালমারী উপজেলার ১৭ জন নতুন করে শনাক্ত হয়েছেন। তিনি বলেন, গত ১৯ জুন ৩১ জনের নমুনা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।