ফুয়াদ হাসান, পরশুরাম, ফেনী, প্রতিনিধিঃ ২০২১ সালের মার্চ মাস থেকে শুরু হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদের নির্বাচন। বর্তমানে নির্বাচন শুরু করার জন্য প্রস্তুতি চলছে দেশের প্রতিটি নির্বাচন অফিসে।
বর্তমানে ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে সকল নির্বাচন অফিসে এখন চলছে ভোটের প্রস্তুতি।প্রতিটি নির্বাচন অফিসে রাখা হয়েছে ব্যালট বাক্স।
বর্তমানে দেশের ৪ হাজারের ও বেশি ইউনিয়ন পরিষদ রয়েছে। এই ৪০০০ ইউনিয়ন পরিষদের নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন ইসি।নির্বাচন মার্চ মাস থেকে শুরু হলে ও এখন থেকে চালু হয়েছে সকল প্রস্তুতি।বর্তমানে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে ইউনিয়ন পরিষদের তথ্য চেয়েছেন ইসি।
মার্চ মাস থেকে ইউনিয়ন পরিষদের নির্বাচন শুরু হওয়া নিয়ে এখন প্রতিটি নির্বাচন অফিস পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। বিশেষ করে পরশুরাম উপজেলা নির্বাচন অফিস পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। এছাড়া ব্যালট বাক্স ও প্রস্তুত করা হয়েছে। ইউনিয়ন পরিষদের নির্বাচনের কথা চিন্তা করে এমনটি করা হয়েছে বলে জানা যায়।