উপজেলার ১৫ নং বড় হযরতপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের শাহলম মিয়ার ছেলে শারিরীক প্রতিবন্ধী মো. বুলু মিয়া (৩২) এর ক্রয় সূত্রে পাওয়া জমিতে নির্মাণ কাজে বাধা দেন স্থানীয় মনিরুল ইসলাম এবং তার পিতা আব্দুস সাত্তার।
জানা যায়, গত ফেব্রুয়ারী মাসে অতি কষ্টে প্রতিবন্ধি বুলু বসতবাড়ীর পাশে দুই শতাংশ জমি ৭৫,০০০ টাকায় ক্রয় করে আব্দুস সাত্তারেরে নিকট থেকে। বসতঘরে ফাটল ধরায় নির্মাণ কাজ শুরু করলে বাধার মুখে পড়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনির বুলু মিয়া। প্রতিবন্ধির টাকা আত্মসাতের চেষ্টা করায় স্থানীয় জনমনে ক্ষোভ বিরাজ করছে।
অন্যদিকে আব্দুস সাত্তার বলেন, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের নিয়ে দফায় দফায় বসলেও ব্যাপারটি নিষ্পত্তি করা যায় নাই।