 
																
								
                                    
									
                                 
							
							 
                    বিএনপির মহাসচিব প্রতিনিয়ত কবিরা গুনা করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
শনিবার (২২ অক্টোবর) দুপুরে নওগাঁর সাপাহার উপজেলায় এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, মির্জা ফখরুল এখনও পাকিস্তান প্রিতি ছাড়তে পারেননি। তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। কারণ, সে স্বাধীনতাবিরোধী। ফখরুল সাহেবের বাবাও ঠাকুরগাঁওয়ের চখা রাজাকার নামে পরিচিত।
তিনি বলেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের দেশ ও মানুষের জন্য কাজ করে যাচ্ছেন এবং তিনি প্রমাণ করেছেন আমরা মাথা উচু করে দাঁড়ানো জাতি।
বক্তব্য শেষে খাদ্যমন্ত্রী উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৫৫টি লাশ বহনকারী খাটিয়া, ১২০টি সেলাই মেশিন ও ১৫ হুইল চেয়ার বিতরণ করেন। এ ছাড়া নগদ অর্থও বিতরণ করেন।