মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামীলীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোংলায় জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য শেখ আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইব্রাহিম হোসেন।
পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোঃ আইয়ুব আলী, মোশারেফ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক ফাহিম হাসান(অন্তর), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নূর আলম (বাচ্চু),
পৌর ছাত্রলীগের সভাপতি কাজী মোঃ রানা, সাধারন সম্পাদক শাহরুখ বাপ্পী, মোংলা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রাজুল ইসলাম সানি, সাধারন সম্পাদক মারজুক রাসেল, শেখ আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মোঃ আল আমিন সানি, সিনিয়র সহ-সভাপতি কাজী মোঃ সাগরসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
মিলাদ মাহফিল পরিচালনা করেন সিগনাল টাওয়ার জরিনা কুলসুম এতিমখানার সুপার মাওলানা আকরামুজ্জামান।
মিলাদ মাহফিলের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, সংকটে, সংগ্রামে ও অর্জনে গণমানুষের পাশে বাংলাদেশ আওয়ামী লীগের ৭১ বছর।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলার মানুষের অধিকার আদায়ে সংগ্রাম শুরু করে আওয়ামী লীগ। ৭১ বছর পরেও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের গণমানুষের শান্তি-সমৃদ্ধি নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছে বাংলাদেশ আওয়ামীলীগ।
তাই দেশ ও সমাজের উন্নয়নে আওয়ামীলীগের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।l