মোঃ মাসুদ পারভেজ,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় মোংলা সমাজের অসহায় ও দুস্থদের মাঝে বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি এর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার(২৯ আগস্ট) সকাল ১১ টায় বুড়িরডাঙ্গা ইউনিয়নের দিগরাজ ডিগ্রী মহাবিদ্যালয় প্রাঙ্গনে ১৫০ জন মানুষের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন খুলনা সিটি কর্পোরেশন এর মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।তিনি সবাইকে করোনা বিধি মেনে চলার জন্য আহ্বান জানান।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন,মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার,মোংলা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী,রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন,বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র রায়,দিগরাজ ডিগ্রী মহাবিদ্যালয় এর অধ্যাক্ষ তপন কুমার গাইনসহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।