মোঃ মাসুদ পারভেজ,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ– প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্নিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের জন্য ঘর বরাদ্দ দিয়েছেন। তিনি দুস্হদের ঘর খাবার নিয়ে খুবই চিন্তা করেন।একেবারেই নিজের সন্তান মনে করে চিন্তা করেন।
রবীন্দ্রনাথের একটি কথা আছে “”ঈশ্বর আমাকে বেদনা দিয়েছে কিন্তুু ত্যাগ করেনি,তিনি হরন করেছেন পুরন করবেন। আপনাদের অপুরন্ত প্রাণশক্তি আছে।সেই প্রাণশক্তির মাধ্যমে ঘূর্নিঝড় এবং করোনার সাময়িক বিপর্যয় আপনারা কাটিয়ে উঠবেন।
২৮ শে মে বৃহস্পতিবার সকালে মোংলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের বিদ্যারবাহন, শেলাবুনিয়ার ঘূর্নিঝড় আম্পানের ক্ষতিগ্রস্তদের মাঝে জি আর চাল বিতরন কালে তাৎক্ষনিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় স্হানীয় সরকার বিভাগ বাগেরহাটের উপপরিচালক দেবপ্রসাদ পাল প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় চাল বিতরন কালে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান নিখিল চন্দ্র রায়।সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃরাহাত মান্নান ও উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাহিদুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃনুর আলম শেখ,বুড়িরডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক শ্যামল দেওয়ান।উলেখ্য বুড়িরডাঙ্গা ইউনিয়নের শেলাবুনিয়া এবং বিদ্যারবাহন গ্রামে ঘূর্নিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত দুইশো পরিবারের মাঝে প্রত্যেককে দশ কেজি করে জি আর চাল বিতরন করা হয়।চাল বিতরন শেষে অতিথিবৃন্দ শেলাবুনিয়া এবং বিদ্যারবাহন গ্রামের পশুর নদীর ভাঙ্গনে কুল পরিদর্শন করেন।