মোঃ মাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ নোবেল করোনা ভাইরাসে মানুষ যখন কর্মহীন হয়ে পড়েছে। ঠিক তখনই দৃষ্টান্ত স্থাপন করেছেন মোংলা উপজেলার চিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আকবর হোসেন তার নিদর্শনায় চিলা ইউনিয়নের প্রতিটি মসজিদে ইমাম মোয়াজ্জেম ও খাদেমদের মাঝে ৬০ কেজি চাউল ও ৩০০ করে টাকা বিতরণ করা হয়।
এসময় চিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আকবর হোসেন বলেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার প্রতিটি মসজিদে ইমামা মোয়াজ্জেম ও খাদেমদের জন্য প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করা।
আপনারা হয়তো জানেন কিছু দিন আগে মোংলা উপজেলার প্রতিটি মসজিদের ইমাম মোয়াজ্জেম ও খাদেমদের ৫০০০ টাকা দেওয়া হয়। তাই আমরা খুলনা সিটি করপোরেশন মেয়র তালুকদার আব্দুল খালেক এবং মাননীয় উপমন্ত্রী বেগম হাবিবুর নাহার এমপি (বাগেরহাট-৩) নির্দেশনায় এই খাদ্য বিতরণ করেছি।
তারই ধারাবাহিকতায় আজ দুপুরে চিলা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রতিটি মসজিদে খাদ্য সামগ্রী বিতরণ করছি। এই খাদ্য সামগ্রীর ভিতরে রয়েছে ৬০ কেজি চাউল এবং ৩০০ করে টাকা তাদের হাতে দেওয়া হয়।