 
																
								
                                    
									
                                 
							
							 
                    Rab এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট সরোয়ার আলমের নেতৃত্তে পুরাণ ঢাকার মুরাদপুরের হাজী লাল মিয়া সরকার রোডে অবস্থিত কয়েকটি তারের কারখানায় অভিজান পরিচালনা করা হয়েছে।
এতে আনুমানিক ৬৫লাখ টাকার মালামাল জব্দ করা হয়েছে বলে জানা গেছে এবং ৭লাখ টাকা জরিমানাসহ ৫জনকে গ্রেফতার করা হয়েছে। প্রত্যক্ষদর্শী কবির হোসেনের কাছ থেকে জানা যায়, আজ সকাল ১০টা থেকেই এ অভিজান চলছে।

এর আগেও কয়েক দফায় এমন অভিজান পরিচালনা করেছে বলেও তিনি জানান। গ্রেফতার কৃত আসামি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, প্রথম তারের অভিজানকারি কারখার মালিক মোঃ সহিদুল ইসলাম ও তার ভাই আলমগীর হোসেন এর কারখানার কর্মরত তিন কর্মচারী রবিউল (২২), নয়ন (২৫) অজ্ঞাত নামে আরো একজন।

মোট আলমগীর ও সহিদের কারখানা থেকে তিনজন এবং অপর একটি কারখানা থেকে আরো ২জনকে গ্রেফতার করা হয়েছে। জব্দকৃত মালামাল ৪-৫টি ট্রাকে করে র্যাবের জিম্মায় নিয়ে যাওয়া হয়েছে বলেও জানা গেছে।
এ অভিজান আজ সকাল থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলতে থাকে এবং আগামীতে আরো অভিজান চলার সম্ভাবনাও রয়েছে।