মোঃ মারুফ হোসেন, যশোর, জেলা প্রতিনিধিঃ যশোর জেলায় আজ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন করে ৪৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।যা এখন পর্যন্ত এ জেলায় একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের সংখ্যা। আজ বুধবার (২৪ জুন) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারের প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারের পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, জিনোম সেন্টারে বুধবার যশোরের ১৪১ জনের নমুনা পরীক্ষা করে ৪৯ জনের, নড়াইলের ১১ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের, ঝিনাইদহের ৪৯ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের,
বাগেরহাটের ১০৩ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের, মাগুরায় ২১ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের ও সাতক্ষীরার ২৩ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।
এ বিষয়ে যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন,যবিপ্রবি ল্যাবের ফলাফলে বুধবারে যশোরে ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এসব রোগীর বর্তমান বাসস্থান লকডাউন করার পাশাপাশি তাদের আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হচ্ছে।
তিনি আরও বলেন,সংক্রমণের ভিত্তিতে গত মঙ্গলবার থেকে যশোরের ২৪টি এলাকায় রেড জোন এবং লকডাউন কার্যকর করা হয়েছে।
নতুন আক্রান্তদের ক্ষেত্রেও প্রয়োজনে একই পদ্ধতি অনুসরণ করা হবে।যশোর জেলার সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন আরও জানান, যশোর জেলায় এনিয়ে মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪২০ জন,সুস্থ হয়েছেন ১৪৪ জন এবং মারা গেছেন দুইজন।