1. info@dailyshadhinbarta.com.bd : দৈনিক স্বাধীন বার্তা : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈর-ধামরাই সড়কে মর্মান্তিক দুর্ঘটনা: কান্দাপাড়ায় ঝরল এক প্রাণ সীমান্তে ফের বড় সাফল্য, ১ কোটি ২৬ লাখ টাকার স্বর্ণসহ চোরাচালান জব্দ করল ৪৯ বিজিবি অবশেষে যুদ্ধবিরতিতে রাজি পাকিস্তান-আফগানিস্তান: তুরস্কের ঘোষণা যৌন কেলেঙ্কারির জের: ‘প্রিন্স’ মর্যাদা ও রাজপ্রাসাদে ঠাঁই হারাচ্ছেন অ্যান্ড্রু যুদ্ধবিরতির পর গাজায় ২৪ হাজার টন ত্রাণ পৌঁছেছে: জাতিসংঘ প্রবাস নয়, দেশেই ‘কমলা’ চাষে ভাগ্য বদল শার্শার আবু হানিফের কাশি দিয়ে ধরা পড়লেন, খাদ্য বিভাগের নিয়োগ পরীক্ষার জালিয়াতি চক্রের ৩ সদস্য আটক যশোরে ফের ১ কোটি ৮৩ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক নেত্রকোনায় সাম্প্রতিক ঘটনাবলীর প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন নভেম্বর মাসে দেশে ফিরতে পারেন তারেক রহমান — প্রস্তুত বিএনপি

যশোর বেনাপোল থেকে ৪৯ বিজিবি’র অভিযানে ১৬.৫১০ কেজি স্বর্ণ উদ্ধার

ইবাদুল্লাহ যশোর
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
বেনাপোল চেকপোষ্ট এলাকা হতে একটি পিকআপ তল্লাশী করে ১৬.৫১০ কেজি ওজনের ১১২ টি স্বর্ণের বার সহ মোঃ ওমর ফারুক(২৭) ও মোঃ ফরহাদ সরকার(৩২) নামের দুই স্বর্ণ পাচারকারীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(৪৯ বিজিবি)’র বেনাপোল আমড়াখালী চেকপোষ্ট সদস্যরা।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী এক প্রেস বার্তায় জানিয়েছেন,বুধবার(১৬ নভেম্বর) রাত ১০ টার দিকে গোপণ সংবাদে জানা যায় যশোর হতে রওয়ানা হওয়া বেনাপোলগামী স্বর্ণবহণকারী একটি পিকআপ বেনাপোল চেকপোষ্ট এলাকায় ঢুকে পড়ে।
এমন সংবাদ পেয়ে বেনাপোল আমড়াখালী ৪৯, বিজিবি’র চেকপোস্টে কর্মরত নাঃ সুবেঃ আলমগীর হোসেন এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে চেকপোস্ট এলাকায় ঢুকে পড়া পিকআপ (যার নম্বর-ঢাকা মেট্রো-ন-১৯-৮৩৯০) তল্লাশীর জন্য থামানো হয়।
তল্লাশী করে পিকআপের কেবিনের বক্সের মধ্যে বিশেষ কায়দায় সুকৌশলে লুকায়িত অবস্থায় ১১২ পিস স্বর্ণের বারসহ ঐ ০২ জন স্বর্ণপাচারকারীকে গ্রেফতার করা হয়। যার আনুমানিক ওজন ১৬.৫১০ কেজি। ঐ সময় আসামীদের ব্যবহৃত দুটি মোবাইল ও তাদের কাছে থাকা নগদ ৯,৩৩০(নয় হাজার তিনশত ত্রিশ) টাকা জব্দ করা হয়।
উদ্ধার হওয়া স্বর্ণের বর্তমান মূল্য ১৫,৪৩,৬৮,৫০০/- (পনের কোটি তেতাল্লিশ লক্ষ আটষট্টি হাজার পাঁচশত) টাকা।
আসামী ওমর ফারুক এর বাড়ী কুমিল্লা জেলার দাউদকান্দি থানার মোবারকপুর গ্রামে। তার পিতার নাম মনু মিয়া। অপর আসামী ফরহাদ সরকারের বাড়ী চাঁদপুর জেলার মতলব উত্তর থানার উত্তর ইসলামপুর গ্রামে। তার পিতার নাম আব্দুল বারেক সরকার।
আসামী ফারুক এবং ফরহাদ এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা এবং স্বর্ণের বার ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বার্তায় জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon
 

Community Verified icon