লোহাগাড়া সদর ইউনিয়নের আব্দুল গফুর সওদাগর নামে এক বৃদ্ধ ইন্তেকাল করেছেন। চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়নের শাহপীর পাড়ার বাসিন্দা ছিলেন আব্দুল গফুর সওদাগর। আজ শনিবার আনুমানিক ৮ ঘটিকায় তিনি মৃত্যু বরন করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৮ বছর।
চট্টগ্রাম শহরের ডেলটা মেডিকেল হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। তিনি বেশ কিছুদিন যাবত ঠাণ্ডা ও বুকে কফ জনিত রোগে আক্রান্ত ছিলেন। সর্বশেষ অসুস্থ হলে তাকে চট্টগ্রাম শহরে নিয়ে যাওয়া হয়। সেখানে আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ব্যক্তি জীবনে তিনি অত্যান্ত শত, নীতি, সহজ, সরণ ও আদর্শবান ব্যক্তি ছিলেন। মৃত্যুকালে তিনি, স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্তীয় স্বজন রেখে গেছেন।।