 
																
								
                                    
									
                                 
							
							 
                    সিরাজগঞ্জে জেলার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামে গোসলে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
আজ শুক্রবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে
পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামের নিজ বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামলে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন ৫ বছরের ছেলে ও একজন ৪ বছরের মেয়ে রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশু দুটি হলেন পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামের মো. সেলিম হোসেনের ছেলে হামজেলা (৫) ও আব্দুল হাশেমের মেয়ে আয়েশা মনি (৪)।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহীদুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৮টার দিকে শিশু দুটি বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামলে পানিতে তলিয়ে এবং পরে মারা যায়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ সুরতহাল করে আইনি প্রক্রিয়া শেষ করে মৃতদেহ দুটি তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।