ফুয়াদ হাসান, পরশুরাম, ফেনী,প্রতিনিধিঃ কয়েকধাপে বাড়ানো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠাণের ছুটি। মহামারী করোনা পরিস্থিতির কারণে ১৭ মার্চ থেকে দেশের সকল স্কুল-কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। ১৭ মার্চ থেকে বর্তমান সময় অর্থাৎ আগষ্ট মাস পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠাণ বন্ধ রাখা হয়েছে। বর্তমানে করোনা পরিস্থিতি কোনভাবে নিয়ন্ত্রণে না আসায় ৩ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠাণের ছুটি।
অনলাইনে ক্লাস চালু রাখলে ও সেক্ষেত্রে শিক্ষার্থীদের পড়াশোনা এগিয়ে যাচ্ছে না। কারণ যথাযথভাবে শিক্ষার্থীরা ক্লাস করতে পারছে না। ফলে পড়াশোনা পিছিয়ে রয়েছে কোটি কোটি শিক্ষার্থীর।
দীর্ঘ ৫ মাস ধরে বন্ধ রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠাণ। ৫ মাস ধরে শিক্ষা প্রতিষ্ঠাণ বন্ধ থাকায় শিক্ষার্থীদেরকে ঘরে বসে সময় কাটাতে হচ্ছে। তারা বাড়িতে ও পড়াশোনায় যথাযথ মনোনিবেশ করতে পারছে না। অভিভাবকরা ও এই নিয়ে চরম উদ্বিগ্ন।
বর্তমানে বেশ কয়েকটি মাদ্রাসা খোলা রাখা হয়েছে বিভিন্ন জেলায়। স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলে ও চলছে মাদ্রাসা।পরশুরাম উপজেলায় ও চলছে কয়েকটি মাদ্রাসা। এসব মাদ্রাসা খোলা রাখলে ও সেক্ষেত্রে সামাজিক দুরত্ব বজায় রাখছে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
মাদ্রাসা চালু রাখা হলে ও চালু রাখা হচ্ছে না স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়। করোনা পরিস্থিতির কারণে সকল শিক্ষার্থীদের কথা চিন্তা করে এসব শিক্ষা প্রতিষ্ঠাণ বন্ধ রাখা হয়েছে। বর্তমানে ৩ অক্টোবর পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠাণ বন্ধ রাখা হয়েছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে হয়তো আরও বাড়ানো হতে পারে শিক্ষা প্রতিষ্ঠাণের এই ছুটি।