ফেনী জেলা যুবদলের যুগ্ন আহবায়ক পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিলেন জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন। গতকাল শুক্রবার ২৮ ফেব্রুয়ারি যুবদলের কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে জানানো হয়েছে নবগঠিত জেলা যুবদলের যুগ্ন আহবায়ক সালাউদ্দিন মামুন গত ২২ ফেব্রুয়ারি ২০২৫ অন্য সংগঠনের দায়িত্ব থাকার কারণ দেখিয়ে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর স্বীয় পদে দায়িত্ব পালনের অপারগতা প্রকাশ করে কেন্দ্রীয় দপ্তরে পদত্যাগ পত্র প্রদান করেন।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন তার পদত্যাগ পত্র গ্রহণ করেছেন এবং যুবদলের উক্ত পদ থেকে তাকে অব্যাহতি দিয়েছেন।
এছাড়া জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন জানিয়েছেন, আমি ফেনী জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্বে আছি দীর্ঘ বেশ কয়েক বছর। বর্তমানে ছাত্রদলের সভাপতির পদ থাকার কারণে যুবদলের পদের দায়িত্ব আমি পালন করতে চাই না। তাই আমি স্বেচ্ছায় যুবদলের যুগ্ন আহবায়ক পদ থেকে পদত্যাগ করেছি এবং জেলা ছাত্রদলের সভাপতি পদে থাকতে চাই।