হবিগঞ্জ জেলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ২৮ বিচারকের মধ্যে ১০ বিচারকেরই করোনা পজেটিভ দেখা গিযেছে। এ কারণে বিচার পাড়ায় বিচার কার্যের স্থবরিতা দেখা দিয়েছে। এ কারণে কড়াকড়িভাবে সতর্কতা অবলম্বন করতে দেখা গিয়েছে আদালত পাড়ায়।
আজ সোমবার আদালত পাড়ায় তথ্য সংগ্রহ করতে গেলে এ তথ্য উঠে আসে। গত ৫-৬ দিন যাবত তারা করোনায় আক্রান্ত বলে জানা গেছে। করোনায় আক্রান্তদের মধ্যে রয়েছেন, ট্রাইবুনালের বিচারক সিরাজাম মুনীর, সহকারি জজ তানিয়া ইসলাম, জজ সহকারি অভিজিৎ চৌধুরী, সাজিদুল হাসান চৌধুরী এবং মোঃ আব্দুল হামিদ-সহ মোট ১০ জন।
এদিকে চট্রগ্রাম বিভাগে নতুন করে গত ২৪ ঘন্টায় আরো ৯৮৯ জনের দেহে করোনার সংক্রমন ঘটেছে। তাদের পরিক্ষা করে করোনা পজেটিভ বলে জানা গেছে। কিন্তু এ জেলায় ২৪ ঘন্টায় কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। আজ সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ সমস্ত তথ্য জানা যায়।
চট্রগ্রাম বিভাগে করোনা শুরু লগ্ন থেকে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ১লাখ ১২ হাজার ১১২ জনের মত। সর্বমোট মারা গেছে ১ হাজার ৩৪৩ জন। এ ছাড়াও রাজশাহী জেলাতেও হু-হু করে করোনার প্রকপ বৃদ্ধি পাচ্ছে। রামেক হাসপাতালের আরপিটিসিআর ল্যাবে ৯২ জনের করোনা পরিক্ষায় ৫৬ জনেরই করোনা পজেটিভ বলে জানা গেছে। অপরদিকে মেডিকেল কলেজের নিজস্ব ল্যাবে ৩৬৬ জনের মধ্যে রাজশাহীর ২৭৫ জনেরই করো পজেটিভ দেখা গেছে। এ ব্যাপারে হাসপাতার কতৃপক্ষ স্বাস্থ্যবিধির ওপর আরো কড়াকড়ি বিধি নিষেধ আরোপ করেছেন।