 
																
								
                                    
									
                                 
							
							 
                    বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, ১০ ডিসেম্বর ঢাকা হবে সমাবেশের শহর। যাত্রাবাড়ী থেকে গাবতলী যেখানেই বাধা, সেখানেই সমাবেশ হবে।
সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম বলেন, ‘পত্রিকার সম্পাদক ও বুদ্ধিজীবীদের বলতে চাই, বিএনপির ব্যাপারে খুঁটিয়ে খুঁটিয়ে লেখেন, কিন্তু বিএনপির সমাবেশ ঠেকাতে যে গণপরিবহনে হরতাল ডেকেছে, সে ব্যাপারে দু-একটি পত্রিকা ছাড়া কেউ মুখ খোলেনি।’ তিনি সাংবাদিক-বুদ্ধিজীবীদের জনতার কাতারে আসার আহ্বান জানান।
আবদুস সালাম খুলনায় গণপরিবহন বন্ধের জন্য আওয়ামী লীগ নেতা ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহর সমালোচনা করেন। তিনি বলেন, ‘অবিলম্বে খুলনায় বাস চালু করতে বলুন। না হয় আপনারা এই বাংলাদেশে কীভাবে ব্যবসা করেন, আমরা দেখব, ইনশা আল্লাহ। অনেক সহ্য করেছি, আর নয়।’