1. info@dailyshadhinbarta.com.bd : দৈনিক স্বাধীন বার্তা : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈর-ধামরাই সড়কে মর্মান্তিক দুর্ঘটনা: কান্দাপাড়ায় ঝরল এক প্রাণ সীমান্তে ফের বড় সাফল্য, ১ কোটি ২৬ লাখ টাকার স্বর্ণসহ চোরাচালান জব্দ করল ৪৯ বিজিবি অবশেষে যুদ্ধবিরতিতে রাজি পাকিস্তান-আফগানিস্তান: তুরস্কের ঘোষণা যৌন কেলেঙ্কারির জের: ‘প্রিন্স’ মর্যাদা ও রাজপ্রাসাদে ঠাঁই হারাচ্ছেন অ্যান্ড্রু যুদ্ধবিরতির পর গাজায় ২৪ হাজার টন ত্রাণ পৌঁছেছে: জাতিসংঘ প্রবাস নয়, দেশেই ‘কমলা’ চাষে ভাগ্য বদল শার্শার আবু হানিফের কাশি দিয়ে ধরা পড়লেন, খাদ্য বিভাগের নিয়োগ পরীক্ষার জালিয়াতি চক্রের ৩ সদস্য আটক যশোরে ফের ১ কোটি ৮৩ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক নেত্রকোনায় সাম্প্রতিক ঘটনাবলীর প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন নভেম্বর মাসে দেশে ফিরতে পারেন তারেক রহমান — প্রস্তুত বিএনপি

গাজাকে যেভাবে সাজাতে চান তার ভিডিও পোস্ট করলেন ট্রাম্প

আন্তজাতিক ডেস্ক:
  • প্রকাশিতঃ বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেই গাজা দখলের দুরভিসন্ধি পরিকল্পনা ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি গাজাকে রূপান্তরিত করে একে সৈকতের শহর হিসেবে গড়ে তোলার কথাও বলেছেন তিনি। ট্রাম্পের গাজাকে রূপান্তরিত করার সেই পরিকল্পনাকে এবার কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে বাস্তব রূপ দেওয়া হয়েছে।

বুধবার তেমনই একটি ভিডিও নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করেছেন ট্রাম্প নিজেই। ট্রাম্প, ইলন মাস্ক ও নেতানিয়াহুকে নিয়ে তৈরি করা সেই ভিডিওতে ট্রাম্পের প্রস্তাবিত নতুন গাজার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।

চলতি মাসের শুরুতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প ঘোষণা করেন তিনি গাজা উপত্যকা ‘দখল’ করে একে ‘মধ্যপ্রাচ্যের রিভেইরা’ বা বিলাসবহুল নগরী বানাতে চান। ট্রাম্পের শেয়ার করা ভিডিওতে তারই প্রতিচ্ছবি দেখা গেছে। ভিডিওতে গগণচুম্বী অট্টালিকা, জমজমাট বাজার, স্ট্রিপ ক্লাবও বিনোদন উপকরণে ভরপুর সমুদ্রসৈকত দেখা যাচ্ছে। ৩৩ সেকেন্ডের ভিডিওটি শুরুতে ধ্বংসস্তূপে থাকা গাজার একটি দৃশ্য দিয়ে শুরু হয়, যেখানে সবুজ রঙে ‘গাজা ২০২৫’ লেখা রয়েছে। তারপর লাল, সাদা এবং নীল রঙে একই লেখা দেখা যায়। সবশেষ লেখা- ‘এরপর কী?’ এরপর ভিডিওটিতে উঁচু উঁচু ভবন এবং আকাশ থেকে ডলারের নোট পড়ার সময় শিশুদের উপরের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। প্রযুক্তি ধনকুবের ইলন মাস্ককে সদ্য-বিকশিত পর্যটন কেন্দ্রের একটি সমুদ্র সৈকতে সুস্বাদু খাবার উপভোগ করতে দেখা যাচ্ছে, এবং একটি ছোট ছেলেকে ট্রাম্পের মুখের একটি সোনার বেলুন ধরে থাকতে দেখা যাচ্ছে।

ভিডিওটিতে একটি নাইটক্লাবে ট্রাম্পকে নাচতেও দেখা যাচ্ছে। তখনই দেখানো হয়েছে একটি আকাশচুম্বী ভবনের প্রবেশপথে স্পষ্টভাবে ‘ট্রাম্প গাজা’ লেখা রয়েছে। ট্রাম্পের একটি বিশাল সোনার মূর্তিও প্রদর্শিত হয়েছে। এরপর দেখা যাচ্ছে- ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ট্রাম্পের পাশে একটি ডেক চেয়ারে শুয়ে আছেন, দুজনেই একটি সুইমিং পুলের কাছে ড্রিংস পান করছেন, পটভূমিতে ‘ট্রাম্প গাজা’ দৃশ্যমান।

পটভূমিতে, একটি গান বাজতে শোনা যাচ্ছে, যেখানে বলা হচ্ছে- ‘ডোনাল্ড ট্রাম্প তোমাদের মুক্ত করতে আসছেন, সকলের জন্য আলো নিয়ে আসছেন, আর কোন সুড়ঙ্গ নয়, আর কোন ভয় নেই, ট্রাম্প গাজা অবশেষে এখানে, ট্রাম্প গাজার উজ্জ্বল সোনালি ভবিষ্যৎ, এক নতুন আলো, ভোজ এবং নাচ ট্রাম্প গাজা এক নম্বর।’

ভিডিওতে আরও দেখা যাচ্ছে, আর দাড়িওয়ালা বেলি ড্যান্সাররা অতিথিদের বিনোদন দিচ্ছে, মাস্ক সৈকতে টাকা ওড়াচ্ছেন, স্যুভেনির হিসেবে বিক্রি হচ্ছে ছোট ট্রাম্প-মূর্তি, সবচেয়ে নজরকাড়া দৃশ্যটির দেখা মেলে ভিডিওর শেষাংশে। যেখানে ট্রাম্প ও নেতানিয়াহু সৈকতের খোলামেলা পোশাকে একটি সুইমিং পুলের ধারে গ্রীষ্মকালীন সময় ও পানীয় উপভোগ করছেনট্রাম্প ভিডিওটি শেয়ার করতেই তা নিয়ে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে। ট্রাম্পের এই ‘গাজা দখল’ পরিকল্পনাটি আদতে গোটা বিশ্বকেই চমকে দিয়েছে। এটি মূলত যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার নীতিবিরোধী পদক্ষেপ। তবে তার এই পরিকল্পনা সরাসরি বাস্তবায়নযোগ্য কিনা, তা নিয়েও সংশয় তৈরি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon
 

Community Verified icon