জয়পুরহাটের পাঁচবিবি তে ছাত্র শিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৬ই জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ১টার সময়ে পাঁচবিবির ঐতিহ্যবাহী গোহাটি ময়দান থেকে র্যালিটি সুশৃংখলভাবে তিনমাথা মোড় হয়ে বাজারের মেইনরোড ধরে দানেচ পুর ডিগ্রী কলেজের গেটে এসে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জামাত নেতা মুস্তাফিজুর রহমান।
ছাত্র শিবিরের সাবেক জেলা সাহিত্য সম্পাদক মিজানুর রহমান, ছাত্র শিবিরের পাঁচবিবি পূর্ব আদর্শ থানা শাখার সভাপতি হাফেজ রুহুল আমিন সিদ্দিকী, পশ্চিম থানা শাখার সভাপতি আঃ মুকিত হোসেন, আবু রাইহান, সাবেক জেলা বি এম সম্পাদক সোহরাব হোসেন সেক্রেটারি, পাঁচবিবি পূর্ব থানা শাখা লাবিব হোসেন, সেক্রেটারি পশ্চিম থানা শাখা আবদুল্লাহ আল মাহমুদ অফিস সম্পাদক, পাঁচবিবি পূর্ব, এছাড়াও উপজেলা এবং পৌর ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।