পরশুরাম উপজেলার ৩ নং চিথলিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দুর্গাপুর গ্রামের শাফক্বাত আলম সাইমন (২০) কে গতকাল মহিপালের ছাত্রহত্যা মামলায় গ্রেপ্তার করেছে পরশুরাম থানা পুলিশ। গ্রেপ্তার করার পর কোর্টে প্রেরণ করা হয়েছে।
সাইমন দুর্গাপুর গ্রামের সাইদুল হক সম্রাটের ছেলে। ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পূর্বে সে ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিল। ৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বেও ছিলেন। ৫ আগস্ট সরকার পতন হওয়ার সাথে সাথে রাতারাতি ভোল পাল্টিয়ে হয়ে গেছে ছাত্রদল। ৫ আগস্টের পর থেকে বিএনপি’র বিভিন্ন মিছিলে সে একাত্মতা পোষণ করেছে। এছাড়া বিএনপি ছাত্রদলের প্রতিটি প্রোগ্রামে সে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল।
পরশুরামে বিএনপি’র বিভিন্ন শীর্ষস্থানীয় নেতাদের সাথে তার রয়েছে একাধিক ছবি। সেসব ছবি তার ফেসবুক আইডিতে পোস্ট করা আছে। গত বছর অক্টোবর মাসে তার গ্রামের পার্শ্ববর্তী আরেক গ্রামের এক মেয়েকে নিয়ে পালিয়ে বিয়ে করেছিল সে। এ বিষয়টিকে কেন্দ্র করে তার সাথে এলাকার আরেকটি পক্ষের চরম বিরোধ চলছিল বেশ কয়েকদিন। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সেই আরেকটি পক্ষই সাইমনকে পুলিশ দিয়ে গ্রেফতার করিয়েছে।
এছাড়া স্থানীয় সূত্র জানিয়েছেন, ছাত্রলীগের রাজনীতিতে সাইমন খুব একটা বেশি সক্রিয় ছিল না। কিন্তু ৫ই আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর ছাত্রদলের রাজনীতিতে তাকে সক্রিয়ভাবে দেখা গিয়েছে। এছাড়া সাইমনের বাবা সাইদুল হক সম্রাট ও আওয়ামীলীগের রাজনীতিতে সক্রিয় থাকলেও বর্তমানে ৫ই আগস্ট এর পর থেকে এলাকায় নিজেকে আওয়ামীলীগ বিরোধী দাবি করে বেড়াচ্ছেন। সেই সুবাদে সাইমন বর্তমানে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয়ভাবে দাপিয়ে বেড়াচ্ছিল বেশ কয়েক দিন।