বাংলাদেশের একমাত্র ভারী চিনি শিল্প দর্শনা কেরুজ শ্রমিক নেতা সৌমিক হাসান রুপমের বদলীর আদেশ প্রতাহারের প্রতিবাদ সমাবেশ ও শান্তিুপুর্ণ অবস্থান সমাবেশ করেছে।
কেরু চিনিকল সুত্রে জানা যায়, কেরু চিনিকল শ্রমিক ও কর্মচারি ইউনিয়নের সাধারন নির্বাচন আগামী ১৬ ফেব্রুয়ারী। আর মাত্র ১০ দিন বাকি থাকতে ইউনিয়নের সাধারন সম্পাদক পদপ্রার্থী ও কেরুর পার্বতিপুর বন্ডেড ওয়ার হাউজের ইনচার্জ সৌমিক হাসানকে পন্চগড় সুগারমিলে বদলির কারণে শ্রমিকরা এই প্রতিবাদ সমাবেশ ও শান্তিপূর্ণ অবস্থান সমাবেশ করেন।
বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশন চীপ অপ পারসোনেল হামিদুল হক স্বাক্ষরিত বদলির আদেশটি পাওয়ার পর পরই কেরু মিলের শ্রমিক ও কর্মচারিরা বদলী বাতিলের জন্য অবরোধ করেন।
ইতিমধ্যে কেরুজ কতৃপক্ষ নির্বাচন পরিচালনা কমিটির চোয়ারম্যান আঃ ছাত্তার ও মিলের ব্যাবস্হাপনা পরিচালক জনাব রাব্বিক হাসান এফ সি এম এ দুঘন্টা বৈঠকের পর কেরু শ্রমিক ও কর্মচারি ইউনিয়নের সাধারন নির্বাচন সাময়িক স্হগিত করেন।
তারাই ধারাবাহিকতায় গত শুক্রবার( ৭ ফেব্রুয়ারী) বিকাল ৫ টার সময় কেরুর জেনারেল অফিসের সামনে প্রতিবাদ সমাবেশ ও শান্তিুপুর্ণ অবস্থান সমাবেশ করেন।
এসময় বক্তব্য দেন কেরুর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ আহমেদ সবুজ, সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান প্রিন্স, সাবেক সভাপতি তৈয়ব আলীসহ আরো অনেকে। কেরুর শ্রমিক নেতারা তাদের বক্তব্যেই বলেন যদি আগামী রোববার বদলীর আদেশ প্রত্যাহার না করলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন।