দিনাজপুরের ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত (১০ ফেব্রুয়ারী) সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আইনশৃঙ্খলা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল এর সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভুমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, ফুলবাড়ী থানার তদন্ত ওসি মো. আল মামুন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মওলানা নবিউল ইসলাম, উপজেলা আনছার ও ভিডিপি কর্মকর্তা রীতা গুপ্তা, খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শামিম হোসেন।
আরো উপস্থিত ছিলেন, কাজিহাল ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. কাঞ্চন হোসেন সুজাপুর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় চক্রবর্ত্তী, জিএম পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ তোজাম্মেল হকসহ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। আইন শৃঙ্খলা কমিটির আলোচনা সভায় চলমান বিষয় বস্তু নিয়ে আলোচনা হয়।