৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ফেনী জেলা থেকে শুরু করে প্রতিটি জেলায় পলাতক রয়েছেন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা। যারা পলাতক রয়েছেন তারা বেশির ভাগই ক্ষমতা থাকাকালীন বিভিন্ন দুর্নীতি ও অপকর্মের সাথে জড়িত ছিলেন বলে জানা যায়।
তাদেরই মত একজন রয়েছেন ফেনী দুই আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
নিজাম উদ্দিন হাজারীর বিরুদ্ধে বিগত সময়ে সংসদ সদস্যের দায়িত্বে থাকাকালীন বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। ৫ আগস্টের পর নিজাম হাজারীর নামে ফেনীতে ছাত্র-জনতা হত্যা মামলা সহ বেশ কিছু দুর্নীতির মামলা বের হয়েছে। এছাড়া ২০১৭ সালে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় ও তাকে প্রধান আসামি করা হয়েছে।
স্থানীয় জনসাধারণ অভিযোগ করছেন, ফেনী শহরের হাজারীপাড়া এলাকায় তার ২০০ কোটি টাকার বিলাসবহুল বাগান বাড়ির রয়েছে। গতকাল রাতে সাবেক সাংসদ নিজাম হাজারীর একটি কল রেকর্ড ফাঁস হয়েছে। এই কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে।
উক্ত কল রেকর্ড এ নিজাম হাজারী বলেন, মার্চ মাসের মধ্যে এদেশে আসবো।৫ আগস্ট আমাদের পতনের পর আমাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে। এছাড়া আমাদের অনেক নেতাকর্মীর বাড়িঘর ও ভাঙচুর হয়েছে। এছাড়া তিনি আরো বলেন, ইউনুস সরকারের আমলে আমাদের নামে অনেক মিথ্যা মামলা বের রয়েছে। নির্বাহী আদেশে এসব মামলা প্রত্যাহার করা হবে আগামীতে।
যে মামলাগুলো বের হয়েছে এগুলো একটি ও ন্যায়সঙ্গত নয়।উক্ত কল রেকর্ডে মার্চ মাসেই দেশে আসার সিদ্ধান্ত তিনি জানিয়েছেন। কল রেকর্ড সূত্র ফাঁস হওয়ার পর ফেনীতে তুমুল সমালোচনা শুরু হয়েছে নিজাম উদ্দিন হাজারীরকে নিয়ে।
কল রেকর্ড ফাঁস হওয়ার পর স্থানীয় বিএনপি-জামায়াত সূত্র জানিয়েছে, ৪ আগস্ট ফেনীতে ছাত্র-জনতা হত্যার ঘটনায় সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারী প্রধান আসামি। কিন্তু তা নিয়ে তার বিন্দুমাত্র অনুশোচনা নেই। কোন অনুশোচনা না করেই তিনি কল রেকর্ডে ঘোষণা দিয়েছেন মার্চ মাসে দেশে আসবেন।