ফেনীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠন করার লক্ষ্যে সারাদেশের অন্যান্য জেলার মতো চলছে “আপনার চোখে নতুন বাংলাদেশ” শীর্ষক ক্যাম্পেইন। মূলত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই এই কর্মসূচি ফেনীতে শুরু হয়েছে। গতকাল ১৭ ফেব্রুয়ারি সোমবার বিকেল ৪ টায় ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এই কর্মসূচি শুরু হয়েছে।
এই সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য এহসানুল মাহবুব জুবায়ের ও মনসুর আব্দুল্লাহ। কর্মসূচিতে নানান বয়সী মানুষ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে নিজেদের মতামত ব্যক্ত করেছেন। তারা দলের নাম, প্রতীক ও দলের প্রতি আশা-আকাঙ্ক্ষার কথা লিখেছেন ও প্রকাশ করেছেন।
জাতীয় নাগরিক কমিটি ফেনী জেলার সংগঠক জাহিদুল ইসলাম সৈকতের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ফেনী সদরের প্রতিনিধি শাহ ওয়ালী উল্লাহ মানিক, পরশুরাম উপজেলা প্রতিনিধি আব্দুল কাদের মিনার, ফুলগাজী উপজেলা প্রতিনিধি রাহাত চৌধুরী, সোনাগাজী উপজেলা প্রতিনিধি সুজা উদ্দিন, দাগনভুঞা উপজেলা প্রতিনিধি এডভোকেট মনসুর ও ছাগলনাইয়া উপজেলা প্রতিনিধি নাসির উদ্দিন সম্রাট। এই কর্মসূচি আরও দুই দিনব্যাপী চলবে বলে জানা যায়।