 
																
								
                                    
									
                                 
							
							 
                    পরশুরাম পৌরসভার ৫ নং ওয়ার্ডের দক্ষিণ কোলাপাড়া স্পোর্টিং ক্লাব এন্ড লাইব্রেরি ও মেসার্স রনি ট্রেডার্সের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। দক্ষিন কোলাপাড়া দেওয়ান গাজী জামে মসজিদের সামনে জেলা ছাত্র দলের সদস্য ও স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা ইউছুপ সুফলের সঞ্চালনায় পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও জেলা যুবদলের সদস্য, দক্ষিণ কোলাপাড়া স্পোর্টিং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মিছফাকুস সামাদ (রনির) সভাপতিত্বে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত ওসি নুরুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ফেনী জজ কোর্টের এপিপি এডভোকেট আবদুল আলিম মাকসুদ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাজী জহিরুল করিম (জনি), উপজেলা ছাত্র দলের সদস্য সচিব বাবু চৌধুরী, বক্স মাহমুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম (টিপু), নিজ কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল হক মাহবুব ও এইড কুমিল্লা রিজওনাল অফিসার মোঃ সোহাগ।
দক্ষিন কোলাপাড়া স্পোর্টিং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মিছফাকুস সামাদ (রনি)জানান, “যত দিন শীত থাকবে ততদিন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া দক্ষিণ কোলাপাড়ায় প্রথম শ্রেনী থেকে একাদশ শ্রেনী পর্যন্ত ছাত্র ছাত্রী দের জন্য উন্মুক্ত একটি লাইব্রেরি থাকবে। শুধু মাত্র যুব সমাজ কে মাদক থেকে দূরে রাখার জন্য এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে লাইব্রেরি স্থাপন করা হয়েছে।”