আগামী ১৮ জানুয়ারি অনুষ্ঠিতব্য ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনের প্রার্থী দিতে পারেনি আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ।১৯৮৩ সালে সমিতি প্রতিষ্ঠার পর থেকে প্রতিবার আওয়ামী লীগ সমর্থিত সবাই আইনজীবী সমিতির নির্বাচনে অংশগ্রহণ করেছিল।
কিন্তু এবার এই প্রথম দলগতভাবে ভোট প্রতিদ্বন্দ্বিতা থেকে দূরে রয়েছেন ৫ আগষ্ট ক্ষমতাচ্যুত হওয়া তথাকথিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ। তাছাড়া সহ-সভাপতি, অর্থ সম্পাদক এবং লাইব্রেরী সম্পাদক পদে একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে রয়েছেন।
এছাড়া নির্বাচন কমিশন সূত্র জানিয়েছেন, গতকাল বুধবার বিকাল ৩ টা পর্যন্ত মনোনয়নপত্র জমার শেষ দিন ধার্য ছিল। ১৫টি পদের মধ্যে সহ সভাপতি পদে মোঃ শফিউল আলম এবং রহিমা খাতুন হেলপী, অর্থ সম্পাদক পদে আনোয়ার হোসেন ও লাইব্রেরি সম্পাদক পদে মো আব্দুল্লাহ আল মুনসুর একক প্রার্থী হন। সভাপতি পদে বিএনপি জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের মোহাম্মদ নুরুল আমিন খান এবং মোহাম্মদ জুলফিকার বকুল স্বতন্ত্র এবং সাধারণ সম্পাদক পদে সমমনা প্যানেলের মোহাম্মদ মীর মোশারফ হোসেন মানিক ও শাহ্ মোহম্মদ কায়কোবাদ স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। অন্য পদের মধ্যে যুগ্ন-সাধারণ সম্পাদক পদে রয়েছেন সমমনা প্যানেলের রেজাউল করিম তুহিন।
এছাড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে সমমনা প্যানেলের আব্দুল মোতালেব আদর বিল্লাহ, স্বতন্ত্র আলাউদ্দিন ভূঞা ও মোঃ খালেকুজ্জামান খালেদ পাটোয়ারী, অডিটর পদে সমমনা প্যানেলের আব্দুল কুদ্দুছ ও স্বতন্ত্র শৈবাল দত্ত।৬ সদস্য পদের সমমনা প্যানেলের হুমায়ূন কামাল,ওছমান গণি মিরন, নুরুল আবছার, আহমেদ উল্লাহ অণিক, মুহাম্মদ ফখরুল ইসলাম, খুরশিদ আলম মাহাদী ও ওবায়দুল হক মজুমদার প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন পত্র দাখিল করেছেন। এছাড়া তথ্যসূত্র মতে আরও জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল ৯ টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়। ১৮ জানুয়ারি সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।